ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ

স্টিকার লাগানো গাড়িতে সংশ্লিষ্ট ব্যক্তি না থাকলে দেয়া হবে মামলা

ঢাকায় সড়কে চলাচলরত গাড়িতে লাগানো বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির স্টিকার যাচাই করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। স্টিকার লাগানো গাড়ি বাইরের কেউ ব্যবহার করতে পারবে না। গাড়িতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কেউ না থাকলেই দেওয়া হচ্ছে মামলা।

কেউ অননুমোদিক কিংবা ভুয়া স্টিকার লাগিয়ে রাস্তায় যেন বাড়তি সুবিধা না নিতে পারেন এবং অপরাধীরা যেন ছদ্মবেশ ধারণ না করতে পারে সেজন্য স্টিকার লাগানো গাড়ির বিষয়ে এ অভিযান।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ইদানীং রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকার লাগানোর প্রবণতা বেড়েছে। ভুয়া স্টিকার লাগানোর প্রবণতাও দেখা যাচ্ছে। একজন ব্যক্তি নিজের প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এর আড়ালে বড় ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে।

অপরাধ দূর করতে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। ডিএমপি কমিশনারের নির্দেশনার পর ডিএমপির সব ট্রাফিক বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নেমেছে।

অনেকে গাড়িতে পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন মন্ত্রণালয়, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকের স্টিকার ব্যবহার করেন। গাড়িতে যিনি স্টিকার ব্যবহার করছেন, সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে প্রভাব দেখাতে না পারে এবং ফৌজদারি অপরাধ করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, গাড়িগুলোতে যে স্টিকার ব্যবহার করা হচ্ছে সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, ‘মিথ্যা স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে কোনোরূপ প্রভাব না দেখাতে পারেন এবং ফৌজদারি অপরাধ করতে না পারেন সে লক্ষ্যে কাজ করছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে।’

রোববার (৫ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, পুলিশসহ বিভিন্ন বাহিনী, সরকারি-আধা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অপরাধ করতে না পারে এজন্য অপরাধ প্রতিরোধে অননুমোদিত স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

জনসচেতনতা তৈরির পাশাপাশি নগরবাসীকে অননুমোদিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

স্টিকার লাগানো গাড়িতে সংশ্লিষ্ট ব্যক্তি না থাকলে দেয়া হবে মামলা

আপডেট সময় ০৯:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

ঢাকায় সড়কে চলাচলরত গাড়িতে লাগানো বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির স্টিকার যাচাই করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। স্টিকার লাগানো গাড়ি বাইরের কেউ ব্যবহার করতে পারবে না। গাড়িতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কেউ না থাকলেই দেওয়া হচ্ছে মামলা।

কেউ অননুমোদিক কিংবা ভুয়া স্টিকার লাগিয়ে রাস্তায় যেন বাড়তি সুবিধা না নিতে পারেন এবং অপরাধীরা যেন ছদ্মবেশ ধারণ না করতে পারে সেজন্য স্টিকার লাগানো গাড়ির বিষয়ে এ অভিযান।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ইদানীং রাজধানীতে ব্যক্তিগত গাড়িতে স্টিকার লাগানোর প্রবণতা বেড়েছে। ভুয়া স্টিকার লাগানোর প্রবণতাও দেখা যাচ্ছে। একজন ব্যক্তি নিজের প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে রাস্তায় বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এর আড়ালে বড় ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে।

অপরাধ দূর করতে সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। ডিএমপি কমিশনারের নির্দেশনার পর ডিএমপির সব ট্রাফিক বিভাগ একযোগে স্টিকার চেক করার বিষয়ে অভিযানে নেমেছে।

অনেকে গাড়িতে পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন মন্ত্রণালয়, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকের স্টিকার ব্যবহার করেন। গাড়িতে যিনি স্টিকার ব্যবহার করছেন, সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে প্রভাব দেখাতে না পারে এবং ফৌজদারি অপরাধ করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, গাড়িগুলোতে যে স্টিকার ব্যবহার করা হচ্ছে সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, ‘মিথ্যা স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে কোনোরূপ প্রভাব না দেখাতে পারেন এবং ফৌজদারি অপরাধ করতে না পারেন সে লক্ষ্যে কাজ করছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে।’

রোববার (৫ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, পুলিশসহ বিভিন্ন বাহিনী, সরকারি-আধা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অপরাধ করতে না পারে এজন্য অপরাধ প্রতিরোধে অননুমোদিত স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

জনসচেতনতা তৈরির পাশাপাশি নগরবাসীকে অননুমোদিত স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।