দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, মেইঝো শহর ও গুয়াংডং প্রদেশের ডাবু কাউন্টির মধ্যে প্রসারিত সড়কটির একটি অংশ মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে ধসে যায়। এ ঘটনায় ওই সড়কের ভাঙ্গা অংশে ২০টি যানবাহন পড়ে যায়।
সিসিটিভি প্রাথমিকভাবে ২০ জন নিহতের খবর জানিয়েছিল। পরে স্থানীয় কর্তৃপক্ষ ২৪ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। কী কারণে মহাসড়কের ওই অংশ ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে ৫০০ জরুরি সেবা কর্মীকে পাঠিয়েছে।