ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

মিয়ানমারে তাপমাত্রা ছুঁলো ৪৮.২ ডিগ্রিতে

প্রতিবেশী দেশ মিয়ানমারে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ। রোববার (২৮ এপ্রিল) দেশটির একটি শহরের তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ। খবর এএফপির।

সোমবার মিয়ানমারের আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোববার দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে তাপমাত্রার পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ৫৬ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটিতে এপ্রিল মাসে এত গরম আর দেখা যায়নি।

একই দিন বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া, মান্দালয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

গরমে অতিষ্ঠ চাউকের এক বাসিন্দা বলেন, এখানে প্রচণ্ড গরম ছিল। আমরা সবাই বাড়িতে ছিলাম। তিনি বলেন, এমন (গরম) হলে আমরা কিছুই করতে পারি না।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে দিনের তাপমাত্রা এপ্রিলের গড়ের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট প্রভাবসহ বিভিন্ন কারণে বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। গত বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে, এশিয়া মহাদেশ দ্রুত উষ্ণ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা। এর ফলে, এ অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব আরও গুরুতর হয়ে উঠছে।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘতর, ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

মিয়ানমারে তাপমাত্রা ছুঁলো ৪৮.২ ডিগ্রিতে

আপডেট সময় ০৭:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

প্রতিবেশী দেশ মিয়ানমারে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ। রোববার (২৮ এপ্রিল) দেশটির একটি শহরের তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ। খবর এএফপির।

সোমবার মিয়ানমারের আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোববার দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে তাপমাত্রার পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ৫৬ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটিতে এপ্রিল মাসে এত গরম আর দেখা যায়নি।

একই দিন বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া, মান্দালয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

গরমে অতিষ্ঠ চাউকের এক বাসিন্দা বলেন, এখানে প্রচণ্ড গরম ছিল। আমরা সবাই বাড়িতে ছিলাম। তিনি বলেন, এমন (গরম) হলে আমরা কিছুই করতে পারি না।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে দিনের তাপমাত্রা এপ্রিলের গড়ের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট প্রভাবসহ বিভিন্ন কারণে বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। গত বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে, এশিয়া মহাদেশ দ্রুত উষ্ণ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা। এর ফলে, এ অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব আরও গুরুতর হয়ে উঠছে।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘতর, ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে।