ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা Logo ‘রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনায় আ. লীগের দুই কর্মী সহ ৭ জন গ্রেপ্তার’ Logo জাকসুতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা Logo ডাকসু: বিপিএর জরিপে আবিদ ৪৬ শতাংশ ভোট, সাদিক ৯ শতাংশ ভোট Logo সম্মিলিত শিক্ষার্থী জোটের ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা Logo আদালতের সামনে মাহমুদুর রহমানের মাথা ফাটিয়েছে, তখন গণমাধ্যম মব বলেনি Logo শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা: সাদিক কায়েম Logo সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

জোড়া শিকারে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

আইপিএলে সর্বোচ্চ উইকেটধারীর জন্য টুপির রঙ পার্পল। আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে। সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ। সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে। ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ৮ ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট।

অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমানসংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রিত বুমরাহর কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেটপ্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরাহ। ভারতের এই বোলার ১৭.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি খরচ করেছেন ৬.৬৩ রান।

১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান দেয়ার বেলায় ফিজকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। ২৩.৩৮ গড়ে উইকেট পেয়েছেন। ওভারপ্রতি দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র ৬ ম্যাচে ১৩ উইকেট পাওয়া মাথিশা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুইয়ে। ইনজুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই লঙ্কান পেসার।

এখন পর্যন্ত ১৩ গড় আর ৭.৬৮ ইকোনমিতে বল করেছেন পাথিরানা। তাতেই পেয়েছেন ১৩ উইকেট। নিজের ক্ষুরধার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়য় পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে

জোড়া শিকারে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

আপডেট সময় ১২:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আইপিএলে সর্বোচ্চ উইকেটধারীর জন্য টুপির রঙ পার্পল। আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে। সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ। সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে। ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ৮ ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট।

অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমানসংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রিত বুমরাহর কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেটপ্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরাহ। ভারতের এই বোলার ১৭.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি খরচ করেছেন ৬.৬৩ রান।

১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান দেয়ার বেলায় ফিজকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। ২৩.৩৮ গড়ে উইকেট পেয়েছেন। ওভারপ্রতি দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র ৬ ম্যাচে ১৩ উইকেট পাওয়া মাথিশা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুইয়ে। ইনজুরির কারণে আসরের শুরুর তিন ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি এই লঙ্কান পেসার।

এখন পর্যন্ত ১৩ গড় আর ৭.৬৮ ইকোনমিতে বল করেছেন পাথিরানা। তাতেই পেয়েছেন ১৩ উইকেট। নিজের ক্ষুরধার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়য় পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।