ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশি ৭০টি মিশনে সরানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতির ছবি Logo কাউনিয়ায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট উদ্বোধন Logo জুলাই সনদেই নির্বাচন চায় জামায়াত-এনসিপি, ভিন্ন অবস্থানে বিএনপি Logo অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন Logo গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা Logo পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান Logo কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় শিক্ষক র‍্যাবের হাতে আটক Logo চটজলদি প্রেসিডেন্টের ছবি নামান,মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন Logo ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তার স্ত্রী তিশা

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৯

রাঙামাটির সাজেক ইউনিয়নের উদয়পুরে শ্রমিকদের বহনকারী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় নয় জন মারা গেছেন। দুর্ঘটনাস্থলেই ছয় জন নিহত হন।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আরও সাত জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় হতাহতরা শ্রমিক। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন। তবে তাদের অধিকাংশের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে একটি ট্রাকে সাত জনকে ও একটি জিপে করে তিন জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৯টার দিকে আহতদের বহনকারী ট্রাক ও জিপ জেলা সদর হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে আনার পর তিন জনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাগর দেব তপু।

চিকিৎসক সাগর দেব তপু জানান, এখানে তিন জনকে মৃত অবস্থায় আনা হয়। আহত বাকি সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৬ শ্রমিককে বহনকারী ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন। সেখানে সাত জন চিকিৎসাধীন আছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, স্থানীয়ভাবে খবর নিয়ে জেনেছি যারা গাড়িতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখনই ছয় জন মারা যান। বাকিরা আহত হয়েছেন।

আহত শ্রমিকদের একজন মো. লালন। তিনি বলেন, উদয়পুরে একটি ব্রিজ নির্মাণের জন্য ড্রাম ট্রাকে করে যাচ্ছিলাম আমরা। বড় একটি পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে পাইলিং মেশিনসহ ১৬ জন ছিল। সবাই হতাহত হয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিদেশি ৭০টি মিশনে সরানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতির ছবি

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৯

আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাঙামাটির সাজেক ইউনিয়নের উদয়পুরে শ্রমিকদের বহনকারী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় নয় জন মারা গেছেন। দুর্ঘটনাস্থলেই ছয় জন নিহত হন।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আরও সাত জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় হতাহতরা শ্রমিক। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন। তবে তাদের অধিকাংশের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে একটি ট্রাকে সাত জনকে ও একটি জিপে করে তিন জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৯টার দিকে আহতদের বহনকারী ট্রাক ও জিপ জেলা সদর হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে আনার পর তিন জনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাগর দেব তপু।

চিকিৎসক সাগর দেব তপু জানান, এখানে তিন জনকে মৃত অবস্থায় আনা হয়। আহত বাকি সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৬ শ্রমিককে বহনকারী ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন। সেখানে সাত জন চিকিৎসাধীন আছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, স্থানীয়ভাবে খবর নিয়ে জেনেছি যারা গাড়িতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখনই ছয় জন মারা যান। বাকিরা আহত হয়েছেন।

আহত শ্রমিকদের একজন মো. লালন। তিনি বলেন, উদয়পুরে একটি ব্রিজ নির্মাণের জন্য ড্রাম ট্রাকে করে যাচ্ছিলাম আমরা। বড় একটি পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে পাইলিং মেশিনসহ ১৬ জন ছিল। সবাই হতাহত হয়েছি।