ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন Logo ‘যতদিন বাংলাদেশের নাম থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’ Logo গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক- আমির হামজা Logo ‘সামনের জুলাই তুই কনে থাকবি’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে শঙ্কা Logo গোপালগঞ্জে সংঘর্ষে আরও একজনের মৃত্যু

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 220

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি এবং সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। বাংলাদেশে তার প্রথমবারের মতো সফরকে স্মরণীয় রাখতে, তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন

শিল্পখাতে উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতির কারণে এলএনজি এবং সারসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

কাতারের আমির শেখ তামিম বিন-হামাদ আল থানির আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে এই সাক্ষাৎকার নেয় কাতার টিভি কাতার টিভির উপস্থাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ ব্লেদাহ। এ সময় ঢাকাস্থ কাতার দূতাবাসের প্রেস সচিব হামেদ জামিল হুসাইনসহ টিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। শিল্পের অন্যান্য খাতও কাতারের জন্য উন্মুক্ত। কাতারের আমিরের আসন্ন সফরে এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সেই থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গতবছরের মার্চ ও মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো উন্নত হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন। বাংলাদেশে তার প্রথমবারের মতো সফরকে স্মরণীয় রাখতে, তাঁর নামে রাজধানীর একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।