ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সোশ্যাল মিডিয়াতে এখন সমালোচনা ও তোপের মুখে আছেন। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রূপান্তর’ নাটক নিয়ে যত চর্চা করছেন দর্শকরা। নাটকটির মাধ্যমে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে উসকে দেয়ার অভিযোগ তাদের। এ কারণেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা জোভান। একইসঙ্গে বয়কটের ডাক দেয়া হয়েছে তাকে।
এ পরিস্থিতিতে জোভান সিদ্ধান্ত নিয়েছেন―আগামীতে আর কখনো এ ধরনের কাজ করবেন না। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে। নাটকটির ভিউ নব্বই হাজার হয়েছিল। কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে রয়েছি আমি। বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে।
ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা ‘রূপান্তর’ নাটকটি ইউটিউবে প্রকাশের পরই শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া দেখা যায় নাটকটির বিরুদ্ধে। আর তীব্র সমালোচনার মুখে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে ফেলা হয় নাটকটি। সমালোচনাকারীরা অভিযোগের তীর ছুঁড়েছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানের বিরুদ্ধে। এমনকী তার অন্যান্য কাজেও প্রভাব ফেলা শুরু করেছে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বয়কটের ডাক দেয়া হয়েছে এ অভিনেতার বিরুদ্ধে। এই বিষয়কে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অভিনেতা জোভান। তার ভাষ্য―হতে পারে এটা উদ্দেশ্যপ্রণোদিত। কেননা, সামগ্রিকভাবে কথা বলার থেকে ব্যক্তিগত আক্রমণ বেশি করা হচ্ছে।
এ অভিনেতা বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। একইসঙ্গে নেটিজেনদের উদ্দেশে তিনি বলেন, ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। তাতে আমার সব কথাগুলো জানাব।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয় ‘রূপান্তর’ নাটক। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। রাফাত মজুমদার রিংকুর নির্মাণে নাটকটিতে জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।