ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৯ জন নিহত হয়।
তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, দুর্যোগ প্রশমণ সংস্থা ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ছবি সরবরাহ করেছে, সেসব ছবিতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে সন্ধানরত অবস্থায় দেখা গেছে।
মুহারি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে জরুরি সাড়ার উদ্যোগে জটিলতা সৃষ্টি হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকার সড়কগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অ্যাম্বুলেন্সসহ অন্য গাড়িগুলোও সেখানে যেতে পারছে না, এতে আহতদের সরিয়ে আনার কাজ কঠিন হচ্ছে।
তানা তোরাজা অঞ্চল সুলাওয়েসি দ্বীপের মাঝামাঝি একটি পার্বত্য এলাকা। এলাকাটি প্রদেশটির রাজধানী মাকাসার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে।
গত মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টিতে কয়েকশ বাড়ি ধ্বংস হয়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।