ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মনে হয় না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র: ফখরুল

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 248

মনে হয় না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনে হয় না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। মনে হয় পুরোপুরি একটি আধিপত্যবাদ সরকার আমাদের ওপর চেপে বসেছে।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। শুধু বিরোধীদল নয়, পেশাজীবী নয়, পুরো জাতি একটা ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হয়েছে। ১৮ থেকে ২০ বছর হবে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। সেইসঙ্গে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার।

তিনি বলেন, আমরা যাদের বিশ্বাস করি, যাদের ওপর আস্থা রাখি- গণমাধ্যম। সেই গণমাধ্যমের ওপর প্রথম আঘাত করেছে সরকার। অনেক টেলিভিশন-পত্রিকা বন্ধ করে দিয়েছে সরকার। যারা লিখতে চান, মতপ্রকাশ করতে চান, তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার। তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মারা হয়। এ সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহায় পায়নি, পায় না। ফ্যাসিবাদ শক্তি যখন আক্রমণ করে তখন কেউ রেহাই পায় না।

বিএনপির মহাসচিব বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনই না। প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে এ শক্তিগুলো।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত

মনে হয় না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র: ফখরুল

আপডেট সময় ১১:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনে হয় না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। মনে হয় পুরোপুরি একটি আধিপত্যবাদ সরকার আমাদের ওপর চেপে বসেছে।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। শুধু বিরোধীদল নয়, পেশাজীবী নয়, পুরো জাতি একটা ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হয়েছে। ১৮ থেকে ২০ বছর হবে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। সেইসঙ্গে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার।

তিনি বলেন, আমরা যাদের বিশ্বাস করি, যাদের ওপর আস্থা রাখি- গণমাধ্যম। সেই গণমাধ্যমের ওপর প্রথম আঘাত করেছে সরকার। অনেক টেলিভিশন-পত্রিকা বন্ধ করে দিয়েছে সরকার। যারা লিখতে চান, মতপ্রকাশ করতে চান, তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার। তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মারা হয়। এ সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহায় পায়নি, পায় না। ফ্যাসিবাদ শক্তি যখন আক্রমণ করে তখন কেউ রেহাই পায় না।

বিএনপির মহাসচিব বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনই না। প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে এ শক্তিগুলো।