২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সহায়তা করবে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে দাতা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর দপ্তরে এই বৈঠকে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এডিবির সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়েছে ৫০ বছর ধরে।
এটা আরো ভালো হবে, আরো শক্তিশালী হবে। দেশের অর্থনীতিতে দাতা সংস্থাটির ইতিবাচক ভূমিকায় সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বাংলাদেশকে নিয়ে নতুন করে সংস্থাটি নেতিবাচক কোনো মূল্যায়ন করছে না। তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে। আমরা খুবই সন্তুষ্ট। এডিবির বার্ষিক সাধারণ সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি। চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে এডিবির কাছে আরো বাজেট সহায়তা চেয়েছে সরকার। এডিবির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী ও অর্থসচিব সাংবাদিকদের বিষয়টি জানান।
আর এডিবি ভাইস প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ সময় অর্থসচিব বলেন, ‘এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা এডিবির কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে যেন আরো পাই, সে জন্য অর্থমন্ত্রী অনুরোধ করছেন। বিশেষ করে বাজেট সাপোর্ট আমাদের নতুন উইন্ডো, বাজেট সাপোর্টে এডিবি আমাদের অনেক হেল্প করেছে। তিনি বলেন, ‘করোনার সময় আমাদের বাজেট সাপোর্ট দেওয়ায় আমরা ইকোনমির দ্রুত রিকভারি করতে পারছি। এই বাজেট সাপোর্ট যেন আরো বাড়ে সে জন্য অর্থমন্ত্রী অনুরোধ করেছেন।