ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু: ইরান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) দুজন সিনিয়র কমান্ডারসহ কয়েকজন কূটনীতিক মারা যাওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক ব্যর্থতা এবং নিজের ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সিরিয়ার ওপর সবশেষ চালানো এ হামলার মাধ্যমে সমস্ত কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং সিনিয়র কমান্ডার মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ কমপক্ষে সাতজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরান ও সিরিয়া এই হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তেহরানের ‘গুরুতর প্রতিক্রিয়া’র হুমকির পাশাপাশি ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলার ‘শাস্তি ও প্রতিশোধ’ নেওয়া হবে। ইরান আরও বলেছে, ইসরায়েলকে সমর্থন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ঘটনায় ‘জবাবদিহি’ করতে হবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “ইসরায়েল বিশ্বাস করে যে, আঘাত হানার লক্ষ্যবস্তুটি ‘কুদস বাহিনীর একটি সামরিক ভবন’, যা বিদেশি অভিযানের জন্য দায়ী আইআরজিসির একটি ইউনিট।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু: ইরান

আপডেট সময় ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) দুজন সিনিয়র কমান্ডারসহ কয়েকজন কূটনীতিক মারা যাওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক ব্যর্থতা এবং নিজের ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সিরিয়ার ওপর সবশেষ চালানো এ হামলার মাধ্যমে সমস্ত কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং সিনিয়র কমান্ডার মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ কমপক্ষে সাতজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরান ও সিরিয়া এই হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তেহরানের ‘গুরুতর প্রতিক্রিয়া’র হুমকির পাশাপাশি ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলার ‘শাস্তি ও প্রতিশোধ’ নেওয়া হবে। ইরান আরও বলেছে, ইসরায়েলকে সমর্থন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ঘটনায় ‘জবাবদিহি’ করতে হবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “ইসরায়েল বিশ্বাস করে যে, আঘাত হানার লক্ষ্যবস্তুটি ‘কুদস বাহিনীর একটি সামরিক ভবন’, যা বিদেশি অভিযানের জন্য দায়ী আইআরজিসির একটি ইউনিট।