বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৫ ম্যাচ জয় বঞ্চিত। পয়েন্ট টেবিলে লাতিন অঞ্চলে রয়েছে ৬ নম্বরে। ব্রাজিল ফুটবল নিয়ে চরম হতাশ হয়ে পড়েছিলো ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে প্রথমবারের মত আর্জেন্টিনার কাছে হেরেছে তারা।
এমন পরিস্থিতিতে সাও পাওলো কোচ ডরিভাল জুনিয়রকে দায়িত্ব তুলে দেয়া হলো ব্রাজিল ফুটবল দলের। দায়িত্ব পাওয়ার পর শনিবার ছিল ডরিভালের প্রথম পরীক্ষা। তাও একেবারে সিংহের খাঁচায়। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
একে তো নেইমার নেই। তার ওপর দুই সেরা গোলরক্ষক এডেরসন, অ্যালিসন নেই। ছিলেন না ক্যাসেমিরো, এডার মিলতাওরাও। সব মিলিয়ে ভাঙাচোরা একটি দল নিয়েই ব্রাজিল ফুটবলে অভিষেক ঘটালেন ডরিভাল জুনিয়র।
অভিষেকটা ঠিকই রাঙাতে পারলেন অভিজ্ঞ এই কোচ। ওয়েম্বলির দর্শকদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল ফুটবলে শুরু হলো ডরিভাল যুগ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে, ৮০তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এন্ডরিক।