রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শারীরিক বেশকিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আটটার পরে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। পরে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকার কারণে আজ (বৃহস্পতিবার) ইফতারের পরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়ার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।