ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন: মঈন খান

ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি না থাকায়, যে কোনো ইস্যুতে বিএনপির ওপর দোষ চাপায় অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দল হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় থেকেও আতঙ্কিত সরকার, তাই সংলাপ নিয়ে তালবাহানা করছে।

বিএনপির এ নেতা আরও বলেন, মধ্যবর্তী নির্বাচন চায় না দল, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি হতাশ নয়, প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন। ক্ষমতায় বসেও আতঙ্কিত তারা। প্রতিদিনই বিএনপির ওপর দোষ চাপানোই প্রমাণ করে, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি নেই।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা একদিন বলেন তারা সংলাপ করবেন, আরেকদিন বলেন তারা সংলাপ করবেন না। এ নিয়ে তালবাহানা করছেন তারা, প্রতিদিনই তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন। মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতাসীনদের সব বক্তব্য অর্থহীন। সরকারের মনস্থির করতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে তাদের গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন: মঈন খান

আপডেট সময় ১২:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি না থাকায়, যে কোনো ইস্যুতে বিএনপির ওপর দোষ চাপায় অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দল হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় থেকেও আতঙ্কিত সরকার, তাই সংলাপ নিয়ে তালবাহানা করছে।

বিএনপির এ নেতা আরও বলেন, মধ্যবর্তী নির্বাচন চায় না দল, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি হতাশ নয়, প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন। ক্ষমতায় বসেও আতঙ্কিত তারা। প্রতিদিনই বিএনপির ওপর দোষ চাপানোই প্রমাণ করে, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি নেই।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা একদিন বলেন তারা সংলাপ করবেন, আরেকদিন বলেন তারা সংলাপ করবেন না। এ নিয়ে তালবাহানা করছেন তারা, প্রতিদিনই তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন। মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতাসীনদের সব বক্তব্য অর্থহীন। সরকারের মনস্থির করতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে তাদের গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে।