ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঢাবিতে শিক্ষকদের মানববন্ধন

বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা অংশ নেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের অসহনীয় বৃদ্ধির জন্য সরকারকেই দায়ী করেন বক্তারা। সরকারি দলকে উদ্দেশ্যে করে শিক্ষকরা বলেন, তারা বিলাসবহুল জীবন যাপন করে জনগণকে বলছে সংযমী হতে।

মানববন্ধনে অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জাতির জন্য অত্যন্ত কষ্টের। মানুষ কষ্টে আছে, একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের ভাবা উচিত, মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায়। জিনিসপত্রের দাম বাড়ছে। দায়িত্বশীল জায়গা থেকে রমজানে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার কথা বলা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। দায়িত্বশীল জায়গা থেকে যেসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা হতাশাজনক।

সাদা দলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমান আওয়ামী সরকার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বারো বার ও পাইকারি পর্যায়ে তেরো বার। আগে ‘এনার্জি রেগুলেটরি কমিশন ‘ স্টেকহোল্ডারদের সঙে আলোচনার মাধ্যমে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হতো। বর্তমান সরকার কমিশনের এ ক্ষমতা কেড়ে নিয়ে স্বেচ্ছাচারীভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।

তিনি ৮ মার্চের একটি দৈনিকের বরাত দিয়ে বলেন, খেজুরের দাম গত একবছরে একশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার মহল থেকে জনগণকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলা হচ্ছে। তারা বিলাসবহুল জীবন যাপন করে জনগণকে বলছে সংযমী হতে।

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঢাবিতে শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা অংশ নেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের অসহনীয় বৃদ্ধির জন্য সরকারকেই দায়ী করেন বক্তারা। সরকারি দলকে উদ্দেশ্যে করে শিক্ষকরা বলেন, তারা বিলাসবহুল জীবন যাপন করে জনগণকে বলছে সংযমী হতে।

মানববন্ধনে অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জাতির জন্য অত্যন্ত কষ্টের। মানুষ কষ্টে আছে, একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের ভাবা উচিত, মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায়। জিনিসপত্রের দাম বাড়ছে। দায়িত্বশীল জায়গা থেকে রমজানে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার কথা বলা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। দায়িত্বশীল জায়গা থেকে যেসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা হতাশাজনক।

সাদা দলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমান আওয়ামী সরকার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বারো বার ও পাইকারি পর্যায়ে তেরো বার। আগে ‘এনার্জি রেগুলেটরি কমিশন ‘ স্টেকহোল্ডারদের সঙে আলোচনার মাধ্যমে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হতো। বর্তমান সরকার কমিশনের এ ক্ষমতা কেড়ে নিয়ে স্বেচ্ছাচারীভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।

তিনি ৮ মার্চের একটি দৈনিকের বরাত দিয়ে বলেন, খেজুরের দাম গত একবছরে একশ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার মহল থেকে জনগণকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলা হচ্ছে। তারা বিলাসবহুল জীবন যাপন করে জনগণকে বলছে সংযমী হতে।