বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১০ মার্চ) দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক। তিনি বলেন, ‘ওয়্যার হাউজের পাশে রাখা শুকনো ঘাসে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো ক্ষয়ক্ষতি নেই।’
এর আগে বৃহস্পতিবার (৭মার্চ) রাতে চট্টগ্রাম নগরের চার স্থানে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদরঘাট এলাকায় রেলের বগিতে দেওয়া আগুনে পুড়ে যায় দুটি বগি।
এছাড়া নগরের ওয়াসা এলাকার ম্যাক্স কনস্টাকসনের সাইটে লাগা আগুনে পুড়ে সাইটের একাংশ।
ওইদিন রাতে নগরের চকবাজার থানার বালি আর্কেড শপিং মলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এছাড়া রাহাত্তারপুল এলাকায় একটি এটিএম বুথেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।