ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 356

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ছাত্তার। তিনি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে।

আহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, এসিল্যান্ড ভেদরগঞ্জ এনামুল হাফিজ নাদিম, অফিস সহকারী জুয়েল পাল, হুমায়ুন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে স্পিডবোটযোগে নদী পার হচ্ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘাটের কাছাকাছি চলে এলে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত এবং অপর স্পিডবোটে থাকা আব্দুল ছাত্তার নামের এক ব্যক্তি মারা যান।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ফিরছিলেন। পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত এবং একজন মারা গেছেন।

জনপ্রিয় সংবাদ

ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ১৩৬ রান

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় ০৯:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ছাত্তার। তিনি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে।

আহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, এসিল্যান্ড ভেদরগঞ্জ এনামুল হাফিজ নাদিম, অফিস সহকারী জুয়েল পাল, হুমায়ুন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে স্পিডবোটযোগে নদী পার হচ্ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘাটের কাছাকাছি চলে এলে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত এবং অপর স্পিডবোটে থাকা আব্দুল ছাত্তার নামের এক ব্যক্তি মারা যান।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ফিরছিলেন। পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত এবং একজন মারা গেছেন।