ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, তীব্র নিন্দা জামায়াতের Logo সমালোচনার মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী Logo লালপুরে প্রাইভেটকার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

বিএনপি এখনো মিথ্যাচার করছে: অর্থমন্ত্রী

বিএনপি এখনো মিথ্যাচার করছে: অর্থমন্ত্রী

রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘তাঁরা দেশকে নিয়ে মিথ্যাচার করছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। তাদের ভিত্তিহীন কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

শনিবার (৯ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠায় সেটা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকারবিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে।

এতটা জঘন্য মিথ্যাচার যে তাদের মিথ্যাচারের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা তাদের প্রশ্নের উত্তর দিলে তাদের স্বীকৃতি দেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে, এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন।

দেশে সব মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই মতবিনিময়সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলো বিষয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অর্থমন্ত্রী। এর আগে তিনি খানসামা শিশু পার্কের সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিএনপি এখনো মিথ্যাচার করছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘তাঁরা দেশকে নিয়ে মিথ্যাচার করছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। তাদের ভিত্তিহীন কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

শনিবার (৯ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠায় সেটা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকারবিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে।

এতটা জঘন্য মিথ্যাচার যে তাদের মিথ্যাচারের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা তাদের প্রশ্নের উত্তর দিলে তাদের স্বীকৃতি দেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে, এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন।

দেশে সব মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই মতবিনিময়সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলো বিষয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অর্থমন্ত্রী। এর আগে তিনি খানসামা শিশু পার্কের সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন।