ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

প্রশাসনের ভিতরে থাকা জিন-ভূত শায়েস্তা করতে হবে: ইনু

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৩:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 245

নির্বাচনের মাধ্যমে রাজনীতি স্বস্তি ফিরলেও জনগণের জীবনে স্বস্তি ফিরেনি। জনগণের নাভিশ্বাস দ্রব্যমূল্যের চড়া দাম, তাই জনগণ স্বস্তিতে নেই। এর অন্যতম কারণ প্রশাসনের ভিতরে জিন ভূত আছে। সেই জিন ভূতের কারণে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রশাসনের ভিতরে থাকা জিন ভূতকে শায়েস্তা করতে হবে। বলেছেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। তিনি জনগণকে স্বস্তি দিতে সিন্ডিকেট ও বাজার কারসাজি বন্ধে শক্ত হাতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাসদ নেতা প্রয়াত সাখাওয়াত হোসেন রাঙার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় হাসানুল হক ইনু আরও বলেন, দেশে একটা জেনারেশনের মাঝে অস্থিরতা কাজ করছে। তারা এদেশে ভরসা পাচ্ছে না, তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। মন্ত্রী-এমপি-রাজনীতিক আমরা তাদের ভবিষ্যৎ দেখাতে পাচ্ছি না। যুবকরা চাকরি পাচ্ছে না, পুজিঁও পাচ্ছে না। কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কিন্তু একজন ব্যবসার জন্য ৩ লাখ টাকা লোন পাচ্ছে না।

বাংলাদেশে মেট্রোরেল, টানেলসহ বড় বড় প্রকল্প হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এই সব প্রকল্পে দুর্নীতির মহোৎসব চলছে। যেদিকে যাবেন, ঘুষ ছাড়া একটা পা নড়াচড়ার সুযোগ নাই। খেঁজুৃরের দাম বাড়লো, বড়ই খাবার পরামর্শ দিচ্ছে, জিনিসের দাম বাড়ছে, সমাধান দেন, আর সমাধান দিতে না পারলে জিহ্বা সংযুত রাখুন। আবোল তাবোল বকবেন না। জনগণের কাটা ঘায়ে নুন ছিটাবেন না।

তিনি আরো বলেন, বাজারে পুলিশ অভিযান পরিচালনা করছে, ভালো কথা কিন্তু তিন মাথাওয়ালাদের কেউ ধরছে না। খুঁচরা বাজারে অভিযান না চালিয়ে বড় বড় কোম্পানিতে অভিযান চালান। দেশের সকল প্রকার আমদানী ৬ টি বড় কোম্পানি করছে। তারা বাজার নিয়ন্ত্রণ করছে। তাদের সবাই জানে, সবাই চিনে। সেগুলো কি গোয়েন্দারা জানে না, নাকি সরকারের থেকেও তাদের হাত লম্বা। আমরা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈন্যদের ঠাণ্ডা করেছি, রাজাকারদের শাস্তি দিয়েছি। আমরা সিন্ডিকেট শায়েস্তা করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা হতেই পারে না। তাই সবার আগে তিনমাথাওয়ালাদের মাথায় বাড়ি দিতে হবে। পেটুকওয়ালাদের ধরতে হবে। গলায় গামছা পেঁচিয়ে শাস্তি দিতে হবে। তাহলেই বাজার নিয়ন্ত্রণে আসবে।

এসময় তিনি আমদানিতে শুল্ক মুক্ত করার আহবান জানিয়ে বলেন, শুল্ক মুক্ত হলে এমনিতেই দ্রব্যমূল্যের দাম কমে আসবে। জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে।

ইনু আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দক্ষ নাবিক হিসেবে বিদেশি ষড়যন্ত্র ও দেশের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে ১৫ বছর ধরে দেশ চালাচ্ছেন, দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন। তাই দেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে অবশ্যই চোখ কান খোলা রেখে শক্ত হাতে উদ্যোগ নিলেই এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য ও ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে। আমরা যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারি, ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আমরা সবাই উচ্ছন্নে যাবো।

জেলা ও মহানগর জাসদের আয়োজনে রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক জাসদ নেতা প্রয়াত সাখাওয়াত হোসেন রাঙার স্মরণ সভায় জীবন কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, জাসদের উপদেষ্টা পর্ষদের সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কুমারেশ রায় প্রমুখ। উক্ত স্মরণ সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা জাসদের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

প্রশাসনের ভিতরে থাকা জিন-ভূত শায়েস্তা করতে হবে: ইনু

আপডেট সময় ০৩:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

নির্বাচনের মাধ্যমে রাজনীতি স্বস্তি ফিরলেও জনগণের জীবনে স্বস্তি ফিরেনি। জনগণের নাভিশ্বাস দ্রব্যমূল্যের চড়া দাম, তাই জনগণ স্বস্তিতে নেই। এর অন্যতম কারণ প্রশাসনের ভিতরে জিন ভূত আছে। সেই জিন ভূতের কারণে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রশাসনের ভিতরে থাকা জিন ভূতকে শায়েস্তা করতে হবে। বলেছেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। তিনি জনগণকে স্বস্তি দিতে সিন্ডিকেট ও বাজার কারসাজি বন্ধে শক্ত হাতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাসদ নেতা প্রয়াত সাখাওয়াত হোসেন রাঙার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় হাসানুল হক ইনু আরও বলেন, দেশে একটা জেনারেশনের মাঝে অস্থিরতা কাজ করছে। তারা এদেশে ভরসা পাচ্ছে না, তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। মন্ত্রী-এমপি-রাজনীতিক আমরা তাদের ভবিষ্যৎ দেখাতে পাচ্ছি না। যুবকরা চাকরি পাচ্ছে না, পুজিঁও পাচ্ছে না। কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কিন্তু একজন ব্যবসার জন্য ৩ লাখ টাকা লোন পাচ্ছে না।

বাংলাদেশে মেট্রোরেল, টানেলসহ বড় বড় প্রকল্প হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এই সব প্রকল্পে দুর্নীতির মহোৎসব চলছে। যেদিকে যাবেন, ঘুষ ছাড়া একটা পা নড়াচড়ার সুযোগ নাই। খেঁজুৃরের দাম বাড়লো, বড়ই খাবার পরামর্শ দিচ্ছে, জিনিসের দাম বাড়ছে, সমাধান দেন, আর সমাধান দিতে না পারলে জিহ্বা সংযুত রাখুন। আবোল তাবোল বকবেন না। জনগণের কাটা ঘায়ে নুন ছিটাবেন না।

তিনি আরো বলেন, বাজারে পুলিশ অভিযান পরিচালনা করছে, ভালো কথা কিন্তু তিন মাথাওয়ালাদের কেউ ধরছে না। খুঁচরা বাজারে অভিযান না চালিয়ে বড় বড় কোম্পানিতে অভিযান চালান। দেশের সকল প্রকার আমদানী ৬ টি বড় কোম্পানি করছে। তারা বাজার নিয়ন্ত্রণ করছে। তাদের সবাই জানে, সবাই চিনে। সেগুলো কি গোয়েন্দারা জানে না, নাকি সরকারের থেকেও তাদের হাত লম্বা। আমরা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈন্যদের ঠাণ্ডা করেছি, রাজাকারদের শাস্তি দিয়েছি। আমরা সিন্ডিকেট শায়েস্তা করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা হতেই পারে না। তাই সবার আগে তিনমাথাওয়ালাদের মাথায় বাড়ি দিতে হবে। পেটুকওয়ালাদের ধরতে হবে। গলায় গামছা পেঁচিয়ে শাস্তি দিতে হবে। তাহলেই বাজার নিয়ন্ত্রণে আসবে।

এসময় তিনি আমদানিতে শুল্ক মুক্ত করার আহবান জানিয়ে বলেন, শুল্ক মুক্ত হলে এমনিতেই দ্রব্যমূল্যের দাম কমে আসবে। জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে।

ইনু আরও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দক্ষ নাবিক হিসেবে বিদেশি ষড়যন্ত্র ও দেশের বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে ১৫ বছর ধরে দেশ চালাচ্ছেন, দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন। তাই দেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে অবশ্যই চোখ কান খোলা রেখে শক্ত হাতে উদ্যোগ নিলেই এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য ও ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে। আমরা যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারি, ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আমরা সবাই উচ্ছন্নে যাবো।

জেলা ও মহানগর জাসদের আয়োজনে রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক জাসদ নেতা প্রয়াত সাখাওয়াত হোসেন রাঙার স্মরণ সভায় জীবন কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, জাসদের উপদেষ্টা পর্ষদের সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কুমারেশ রায় প্রমুখ। উক্ত স্মরণ সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা জাসদের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।