ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আন্তর্জাতিক সকল ক্রিকেট থেকে বিদায় নিলেন আফগান ব্যাটার

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 250

আন্তর্জাতিক সকল ক্রিকেট থেকে বিদায় নিলেন আফগান ব্যাটার

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। ৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। যদিও ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে তার আর রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন নূর জাদরান। সেই ম্যাচ দিয়েই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা ঘটেছিল দেশটির, প্রথম ম্যাচ থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। চলতি মাসেই আইরিশরা আফগানদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ওই ম্যাচটি খেলেছেন নূর আলি জাদরান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছরের বিরতির পর চলতি বছরের শুরুতে ফিরেছিলেন নূর আলি জাদরান। এরপর শ্রীলঙ্কা ও আইরিশদের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট ম্যাচ খেলেন তিনি। চার ইনিংসে তার ব্যাটে এসেছে ১১৭ রান।

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত

আন্তর্জাতিক সকল ক্রিকেট থেকে বিদায় নিলেন আফগান ব্যাটার

আপডেট সময় ০৮:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। ৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। যদিও ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে তার আর রঙিন পোশাকের ম্যাচ খেলা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছেন নূর জাদরান। সেই ম্যাচ দিয়েই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান। ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা ঘটেছিল দেশটির, প্রথম ম্যাচ থেকেই তিনি দেশের প্রতিনিধিত্ব করে আসছেন। চলতি মাসেই আইরিশরা আফগানদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল। ওই ম্যাচটি খেলেছেন নূর আলি জাদরান।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় চার বছরের বিরতির পর চলতি বছরের শুরুতে ফিরেছিলেন নূর আলি জাদরান। এরপর শ্রীলঙ্কা ও আইরিশদের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট ম্যাচ খেলেন তিনি। চার ইনিংসে তার ব্যাটে এসেছে ১১৭ রান।