ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo একমাত্র বিএনপিই আইন-আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে- বিএনপি Logo ‘৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হবে’ Logo আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত Logo চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ Logo ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: ধন্যবাদ ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল Logo কুমিল্লার সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রেফতার Logo রুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরিজ্ঞান সভা অনুষ্ঠিত Logo ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দুদিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত Logo দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন

ভারতের পিচের ধরন রাতারাতি পরিবর্তন হয়ে যায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • 227

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আগামীকাল শুক্রবার রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক ভারতের।

রাঁচি টেস্টকে সামনে রেখে সিরিজে এরইমধ্যে ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ড কিভাবে সিরিজে ফিরতে পারে, এর জন্য স্টোকসদের কিছু পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন।

ইংল্যান্ডের দৈনিক সংবাদপত্র ডেইলি মেইলে একটি কলামে স্টোকসদের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নাসের। একইসঙ্গে বাজবলের পাশাপাশি তাদের স্মার্ট ক্রিকেট খেলার উপর জোর দিয়েছেন সাবেক ইংলিশ তারকা।

কলামে নাসের লেখেন, ‘আপনি কেবল পুরোনো ‘‘আমরা এইভাবে খেলি’’ কৌশলে ফিরে যেতে পারবেন না। কারণ টেস্ট ক্রিকেট হলো, যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে খেলা। বিশেষ করে ভারতে। যেখানে পিচের ধরন প্রায় রাতারাতি পাল্টে যেতে পারে। পাঁচ দিনের ম্যাচ চলাকালীন (এটি হতে পারে)। যদি আপনি সেখানে যান, তবে আপনাকে সেটি ভালোভাবে যাচাইবাছাই করতে হবে। প্রথম তিনটি টেস্টের দিকে দেখুন। অলি পোপের দুর্দান্ত ১৯৬ রানের ইনিংসের পরে ইংল্যান্ড প্রথম (প্রথম টেস্টে) জয়লাভ করে। যসস্বি জয়সওয়ালের ধারাবাহিক ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার ১৩১ রানের সাহায্যে ভারত সিরিজে ফিরে। এখনো সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে ইংল্যান্ডের। কারণ, এর আগে অ্যাশেজ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ার পরও সিরিজ ড্র করেছে ইংল্যান্ড।

নাসের আরও বলেন, ‘তারা (ইংল্যান্ড) এর আগেও এটা করেছে। অ্যাশেজের কথা চিন্তা করুন। যেখানে লর্ডসে হুক-হ্যাপি পতনের পর তারা শর্ট বল আরও ভালো হয়ে খেলতে শুরু করেছিল। বাজবল, যেটা তারা আমাদের বলে চলেছে, নিঃসন্দেহে স্মার্ট ক্রিকেট; হেডলেস ক্রিকেট নয়। এখন আবার সেই বিষয়টি প্রমাণ করতে হবে।’

জনপ্রিয় সংবাদ

একমাত্র বিএনপিই আইন-আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে- বিএনপি

ভারতের পিচের ধরন রাতারাতি পরিবর্তন হয়ে যায়

আপডেট সময় ০৩:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আগামীকাল শুক্রবার রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক ভারতের।

রাঁচি টেস্টকে সামনে রেখে সিরিজে এরইমধ্যে ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ড কিভাবে সিরিজে ফিরতে পারে, এর জন্য স্টোকসদের কিছু পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন।

ইংল্যান্ডের দৈনিক সংবাদপত্র ডেইলি মেইলে একটি কলামে স্টোকসদের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নাসের। একইসঙ্গে বাজবলের পাশাপাশি তাদের স্মার্ট ক্রিকেট খেলার উপর জোর দিয়েছেন সাবেক ইংলিশ তারকা।

কলামে নাসের লেখেন, ‘আপনি কেবল পুরোনো ‘‘আমরা এইভাবে খেলি’’ কৌশলে ফিরে যেতে পারবেন না। কারণ টেস্ট ক্রিকেট হলো, যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে খেলা। বিশেষ করে ভারতে। যেখানে পিচের ধরন প্রায় রাতারাতি পাল্টে যেতে পারে। পাঁচ দিনের ম্যাচ চলাকালীন (এটি হতে পারে)। যদি আপনি সেখানে যান, তবে আপনাকে সেটি ভালোভাবে যাচাইবাছাই করতে হবে। প্রথম তিনটি টেস্টের দিকে দেখুন। অলি পোপের দুর্দান্ত ১৯৬ রানের ইনিংসের পরে ইংল্যান্ড প্রথম (প্রথম টেস্টে) জয়লাভ করে। যসস্বি জয়সওয়ালের ধারাবাহিক ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার ১৩১ রানের সাহায্যে ভারত সিরিজে ফিরে। এখনো সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে ইংল্যান্ডের। কারণ, এর আগে অ্যাশেজ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ার পরও সিরিজ ড্র করেছে ইংল্যান্ড।

নাসের আরও বলেন, ‘তারা (ইংল্যান্ড) এর আগেও এটা করেছে। অ্যাশেজের কথা চিন্তা করুন। যেখানে লর্ডসে হুক-হ্যাপি পতনের পর তারা শর্ট বল আরও ভালো হয়ে খেলতে শুরু করেছিল। বাজবল, যেটা তারা আমাদের বলে চলেছে, নিঃসন্দেহে স্মার্ট ক্রিকেট; হেডলেস ক্রিকেট নয়। এখন আবার সেই বিষয়টি প্রমাণ করতে হবে।’