ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা Logo জকসু নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে জবি রেজিস্ট্রারের দূর্ব্যবহার Logo বাংলাদেশের জন্য পালটা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধস, নিহত ২৫

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 269

আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধস, নিহত ২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভারি তুষারপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, নুরিস্তানের তাতিন উপত্যকার নাক্রে গ্রামের মধ্য দিয়ে রবিবার রাতভর মাটি, তুষার ও ধ্বংসস্তূপ বয়ে গেছে।

মুখপাত্র জনান সায়েক গণমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে বলেছেন, ভূমিধসে প্রায় ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের অধিকাংশই পাহাড়ি বনে আচ্ছাদিত এবং হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে গিয়ে মিলেছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বরফের কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।

প্রদেশের গণপূর্ত প্রধান মোহাম্মদ নবী আদেল বলেছেন, মেঘ ও বৃষ্টির কারণে হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। প্রদেশের একটি প্রধান সড়ক তুষারে অবরুদ্ধ হয়ে আছে। ফলে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি এএফপিকে জানিয়েছেন, প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন, ‘এখনো তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এএফপি বলেছে, আফগানিস্তান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। পাশাপাশি কয়েক দশক ধরে যুদ্ধের কারণে জর্জরিত এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত চরম আবহাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। মার্কিন নেতৃত্বাধীন দখলদারিত্বের পর দক্ষিণ এশীয় দেশটি একসময় মানবিক সহায়তায় ভরপুর ছিল। কিন্তু ২০২১ সালের মাঝামাঝি তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে অর্থায়ন কমে গেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা

আফগানিস্তানে তুষারপাতের কারণে ভূমিধস, নিহত ২৫

আপডেট সময় ১০:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভারি তুষারপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, নুরিস্তানের তাতিন উপত্যকার নাক্রে গ্রামের মধ্য দিয়ে রবিবার রাতভর মাটি, তুষার ও ধ্বংসস্তূপ বয়ে গেছে।

মুখপাত্র জনান সায়েক গণমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে বলেছেন, ভূমিধসে প্রায় ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের অধিকাংশই পাহাড়ি বনে আচ্ছাদিত এবং হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে গিয়ে মিলেছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বরফের কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।

প্রদেশের গণপূর্ত প্রধান মোহাম্মদ নবী আদেল বলেছেন, মেঘ ও বৃষ্টির কারণে হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। প্রদেশের একটি প্রধান সড়ক তুষারে অবরুদ্ধ হয়ে আছে। ফলে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি এএফপিকে জানিয়েছেন, প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন, ‘এখনো তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এএফপি বলেছে, আফগানিস্তান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। পাশাপাশি কয়েক দশক ধরে যুদ্ধের কারণে জর্জরিত এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত চরম আবহাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। মার্কিন নেতৃত্বাধীন দখলদারিত্বের পর দক্ষিণ এশীয় দেশটি একসময় মানবিক সহায়তায় ভরপুর ছিল। কিন্তু ২০২১ সালের মাঝামাঝি তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে অর্থায়ন কমে গেছে।