ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরগঞ্জে সেতু আছে, নেই সংযোগ সড়ক,ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ Logo ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই জনের Logo জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র -ছাত্রশিবিরে হাড্ডাহাড্ডি লড়াই, জিএসে এগিয়ে শিবিরের মাজহার Logo লন্ডনে মাহফুজ আলমের আ. লীগের ওপর হামলার চেষ্টা Logo দলবাজি শিক্ষক ও শিক্ষাঙ্গনের নন্দিত অবস্থা: সাবেক ছাত্রের অভিজ্ঞতা Logo সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo চার দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল Logo আজ হবে উদ্বোধন বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা Logo আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক Logo বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 236

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। গত আসরের চেয়ে এবার হিটে আরও ভালো টাইমিং করেছেন বাংলাদেশি এই অ্যাথলেট। ৬০ মিটারে মুকুট ধরে রাখার লড়াইয়ে নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হলেন চতুর্থ হয়েছেন তিনি।

আজ রোববার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এবারের আসরে তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে তিন নম্বর লেনে দৌড় দিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার। ইমরানুর থেকে ৪ সেকেন্ড আগে অর্থাৎ ৬ দশমিক ৫৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। সব হিট মিলিয়েও সেরা হয়েছেন আলি আনোয়ার।

এদিন ইমরানুরের চেয়ে ভালো টাইমিং করা অন্য দুইজন অ্যাথলেট। তারা হলেন- জাপানের শুহেই তাদা ও উত্তর কোরিয়ার জো কুম রাওং। দুইজনেই দৌড় শেষ করেছেন ৬ দশমিক ৬০ সেকেন্ডে।

ইমরানুরের সঙ্গে ৬০ মিটার স্প্রিন্টে এবারের আসরে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি আরেক অ্যাথলেট রাকিবুল হাসান। ৪ নম্বর হিটে দৌড়ান রাকিবুল। এই হিটে ৬ দশমিক ৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হয়েছেন তিনি। গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর। এবার সেই স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে উঠাবেন বলে আশা ব্যক্ত করে দেশ ছেড়েছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে সেতু আছে, নেই সংযোগ সড়ক,ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

আপডেট সময় ১০:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। গত আসরের চেয়ে এবার হিটে আরও ভালো টাইমিং করেছেন বাংলাদেশি এই অ্যাথলেট। ৬০ মিটারে মুকুট ধরে রাখার লড়াইয়ে নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হলেন চতুর্থ হয়েছেন তিনি।

আজ রোববার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এবারের আসরে তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে তিন নম্বর লেনে দৌড় দিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার। ইমরানুর থেকে ৪ সেকেন্ড আগে অর্থাৎ ৬ দশমিক ৫৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। সব হিট মিলিয়েও সেরা হয়েছেন আলি আনোয়ার।

এদিন ইমরানুরের চেয়ে ভালো টাইমিং করা অন্য দুইজন অ্যাথলেট। তারা হলেন- জাপানের শুহেই তাদা ও উত্তর কোরিয়ার জো কুম রাওং। দুইজনেই দৌড় শেষ করেছেন ৬ দশমিক ৬০ সেকেন্ডে।

ইমরানুরের সঙ্গে ৬০ মিটার স্প্রিন্টে এবারের আসরে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি আরেক অ্যাথলেট রাকিবুল হাসান। ৪ নম্বর হিটে দৌড়ান রাকিবুল। এই হিটে ৬ দশমিক ৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে চতুর্থ হয়েছেন তিনি। গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর। এবার সেই স্বর্ণ ধরে রাখবেন এবং বাংলাদেশের পতাকা এশিয়ার মঞ্চে উঠাবেন বলে আশা ব্যক্ত করে দেশ ছেড়েছিলেন তিনি।