ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’

জিরোনাকে উড়িয়ে দিয়ে পার্থক্য বোঝাল রিয়াল মাদ্রিদ

তিন মাসের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছিলো জিরোনা। একের পর এক ম্যাচ জিতে নিয়ে রিয়ালের সঙ্গে টক্কর দিচ্ছিল শিরোপা-লড়াইয়ে।

সেই জিরোনাকে আজ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, জিরোনার ৫৬।

লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারল জিরোনা। প্রথম হারটিও ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেছে চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি।

জিরোনার অপরাজেয়-ধারা থেমেছে খুব বাজেভাবে। টাচলাইন নিষেধাজ্ঞায় কোচ মিকেল ডাগআউটে ছিলেন না। দলও খেলেছে ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে এগিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় ব্যবধান ২-০ করেন বেলিংহাম। এটি ছিল লিগে তার ১৪তম গোল। একুশ শতকে রিয়ালের হয়ে কোনো মিডফিল্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোল এটি।

বেলিংহাম অবশ্য এক গোলেই থামেননি। বিরতির পর ৫৪ মিনিটে ভিনিসিয়ুসেরই আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ভিনিসিয়ুস তার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ৬৪ মিনিটে রদ্রিগোকে বল বাড়িয়ে, যা সফলভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ, পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে জিরোনা। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্ট তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে আতলেতিকো মাদ্রিদ।

জনপ্রিয় সংবাদ

দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

জিরোনাকে উড়িয়ে দিয়ে পার্থক্য বোঝাল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

তিন মাসের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছিলো জিরোনা। একের পর এক ম্যাচ জিতে নিয়ে রিয়ালের সঙ্গে টক্কর দিচ্ছিল শিরোপা-লড়াইয়ে।

সেই জিরোনাকে আজ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, জিরোনার ৫৬।

লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারল জিরোনা। প্রথম হারটিও ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেছে চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি।

জিরোনার অপরাজেয়-ধারা থেমেছে খুব বাজেভাবে। টাচলাইন নিষেধাজ্ঞায় কোচ মিকেল ডাগআউটে ছিলেন না। দলও খেলেছে ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে এগিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় ব্যবধান ২-০ করেন বেলিংহাম। এটি ছিল লিগে তার ১৪তম গোল। একুশ শতকে রিয়ালের হয়ে কোনো মিডফিল্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোল এটি।

বেলিংহাম অবশ্য এক গোলেই থামেননি। বিরতির পর ৫৪ মিনিটে ভিনিসিয়ুসেরই আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ভিনিসিয়ুস তার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ৬৪ মিনিটে রদ্রিগোকে বল বাড়িয়ে, যা সফলভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ, পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে জিরোনা। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্ট তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে আতলেতিকো মাদ্রিদ।