প্রায় চার মাস ধরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১১৭ ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫২ জন আহত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ২৮ হাজার ৬৪ এবং আহতের সংখ্যা ৬৭ হাজার ৬১১-তে পৌঁছেছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে দ্রুত গাজার রাফাহ শহরে প্রবেশের নির্দেশ দিয়েছেন। এর আগেই ফিলিস্তিনিদের রাফাহ ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রাফাহ শহরের অভ্যন্তরে থাকা অনেক ফিলিস্তিনি জানিয়েছেন, তারা রাফাহ ছেড়ে যাবেন না। কারণ এর মাধ্যমে ইসরায়েল তাদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করবে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েল রাফাহতে স্থল অভিযান শুরু করলে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হবে।