স্বপ্নের মতো সময় বোধ হয় একেই বলে। যেমনটা এখন শামার জোসেফের যাচ্ছে। ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়াকে দুমড়েমুচড়ে দিয়ে একের পর সুখবর পেয়েই চলেছেন শামার। সর্বশেষটি আইপিএলেও দল পেয়েছেন এই ওয়েস্ট ইন্ডিজ পেসার।
চোটে আইপিএল শেষ হয়ে গেছে লখনউ সুপার জায়ান্টাসের পেসার মার্ক উডের। এই ইংলিশ পেসারের জায়গায় শামারকে দলে ভিড়িয়েছে দলটি। তিন কোটি রুপিতে প্রথমবার আইপিএল খেলবেন ২৪ বছর বয়সী এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম বলেই স্টিভেন স্মিথের উইকেট নিয়েছিলেন শামার।
ওই টেস্টেই তাঁর শিকার ৫ উইকেট। ব্রিসবেনের পরের টেস্টে তো ইতিহাসেরই অংশ হয়েছেন। সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হয় তাঁর নাম। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পান শামার।
এবার তো দল পেয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ মানদণ্ড মানা আইপিএলে। নিলাম থেকে উডকে ৭.৫০ কোটি রুপিতে দলে নিয়েছিল লখনউ। কিন্তু কনুইয়ের চোটে এবারের আইপিএল খেলা হচ্ছে না উডের। গত মৌসুমে চার ম্যাচ খেলে ১১ উইকেট নেন এই ইংলিশ পেসার।