ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাভির জায়গায় অন্য কেউ হলে আগেই ছাঁটাই হতেন- বার্সা সভাপতি

গত শনিবার রাতে বার্সা কোচ জাভি জানিয়ে দেন, মৌসুম শেষ করেই তিনি ক্লাব ছাড়বেন। জাভির সিদ্ধান্ত নিয়ে এবার কথা বলেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেছেন, জাভির জায়গায় অন্য কেউ হলে দলের এমন পারফরম্যান্সের জন্য আগেই ছাঁটাই হতেন।

জাভির সঙ্গে নিজের কথোপকথন লাপোর্তা তুলে ধরেন এভাবে, ‘ভিয়ারিয়াল ম্যাচের পর ড্রেসিং রুমে সে আমাকে এটা (ক্লাব ছাড়ার সিদ্ধান্ত) বলে। এটা আমার জন্য বিস্ময়কর ছিল; কারণ, আমরা এমনটা পরিকল্পনা করিনি। আমি সতর্কতার সঙ্গে তার কথা শুনলাম। কারণ, সে মানুষ হিসেবে সৎ। সে বার্সেলোনাকে ভালোবাসে।’

ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর সেদিন শীর্ষে থাকা জিরোনার সঙ্গে বার্সেলোনার পয়েন্ট পার্থক্য গিয়ে দাঁড়ায় ১১-তে। এমন পরিস্থিতিতে লাপোর্তা কি জাভিকে ছাঁটাই করতেন? লাপোর্তার উত্তর, ‘যদি তিনি জাভি না হয়ে অন্য কেউ হতেন, তবে এই পরিস্থিতিতে আমি কোচকে এরই মধ্যে ছাঁটাই করতাম।’

জুনের আগে জাভিকে ছাঁটাই করার সম্ভাবনা নিয়ে এ সময় লাপোর্তা আরও বলেছেন, ‘যদি সিদ্ধান্তটা আমার হতো, তবে আমি জাভিকে ছাঁটাই করতাম না। এটা তার প্রাপ্য না। মৌসুমের শেষ পর্যন্ত যে পরিকল্পনা আমরা তৈরি করেছিলাম, তাতে তার ওপর পূর্ণ বিশ্বাস ছিল।’

জাভি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনো লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড় থেকে নিজেদের সরিয়ে রাখতে নারাজ লাপোর্তা। বার্সা সভাপতি বলেছেন, ‘বার্সা লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে হাল ছাড়বে না। লড়াই করার এবং নাপোলির বিপক্ষে জেতার মতো যথেষ্ট ভালো দল আমাদের আছে। দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের নিবেদন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’

বার্সার হয়ে জাভি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ৭৬৭ ম্যাচে। একমাত্র মেসিই তার চেয়ে বেশি খেলেছেন, ৭৭৮টি। বার্সার হয়ে ছোট-বড় মিলিয়ে জাভি ১৫টি শিরোপা জিতেছেন। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হয়ে কোচ হিসেবে বার্সায় আসেন জাভি। এর মধ্যে একটি লিগা শিরোপা এবং একটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন এ স্প্যানিশ কিংবদন্তি।

জাভির বিদায় ঘোষণার পর সবার চোখ পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন, সেদিকে। নতুন কোচ নিয়োগের দায়িত্ব ক্রীড়া পরিজালক ডেকোকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লাপোর্তা, ‘ডেকো বিষয়টি নিয়ে কাজ করছে। আমি এই দায়িত্ব তাকে দিয়েছি। আর মৌসুমের বাকি সময়ের জন্য জাভির ওপর আমার আস্থা আছে।’

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

জাভির জায়গায় অন্য কেউ হলে আগেই ছাঁটাই হতেন- বার্সা সভাপতি

আপডেট সময় ০১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

গত শনিবার রাতে বার্সা কোচ জাভি জানিয়ে দেন, মৌসুম শেষ করেই তিনি ক্লাব ছাড়বেন। জাভির সিদ্ধান্ত নিয়ে এবার কথা বলেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেছেন, জাভির জায়গায় অন্য কেউ হলে দলের এমন পারফরম্যান্সের জন্য আগেই ছাঁটাই হতেন।

জাভির সঙ্গে নিজের কথোপকথন লাপোর্তা তুলে ধরেন এভাবে, ‘ভিয়ারিয়াল ম্যাচের পর ড্রেসিং রুমে সে আমাকে এটা (ক্লাব ছাড়ার সিদ্ধান্ত) বলে। এটা আমার জন্য বিস্ময়কর ছিল; কারণ, আমরা এমনটা পরিকল্পনা করিনি। আমি সতর্কতার সঙ্গে তার কথা শুনলাম। কারণ, সে মানুষ হিসেবে সৎ। সে বার্সেলোনাকে ভালোবাসে।’

ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর সেদিন শীর্ষে থাকা জিরোনার সঙ্গে বার্সেলোনার পয়েন্ট পার্থক্য গিয়ে দাঁড়ায় ১১-তে। এমন পরিস্থিতিতে লাপোর্তা কি জাভিকে ছাঁটাই করতেন? লাপোর্তার উত্তর, ‘যদি তিনি জাভি না হয়ে অন্য কেউ হতেন, তবে এই পরিস্থিতিতে আমি কোচকে এরই মধ্যে ছাঁটাই করতাম।’

জুনের আগে জাভিকে ছাঁটাই করার সম্ভাবনা নিয়ে এ সময় লাপোর্তা আরও বলেছেন, ‘যদি সিদ্ধান্তটা আমার হতো, তবে আমি জাভিকে ছাঁটাই করতাম না। এটা তার প্রাপ্য না। মৌসুমের শেষ পর্যন্ত যে পরিকল্পনা আমরা তৈরি করেছিলাম, তাতে তার ওপর পূর্ণ বিশ্বাস ছিল।’

জাভি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনো লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড় থেকে নিজেদের সরিয়ে রাখতে নারাজ লাপোর্তা। বার্সা সভাপতি বলেছেন, ‘বার্সা লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে হাল ছাড়বে না। লড়াই করার এবং নাপোলির বিপক্ষে জেতার মতো যথেষ্ট ভালো দল আমাদের আছে। দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের নিবেদন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’

বার্সার হয়ে জাভি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ৭৬৭ ম্যাচে। একমাত্র মেসিই তার চেয়ে বেশি খেলেছেন, ৭৭৮টি। বার্সার হয়ে ছোট-বড় মিলিয়ে জাভি ১৫টি শিরোপা জিতেছেন। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হয়ে কোচ হিসেবে বার্সায় আসেন জাভি। এর মধ্যে একটি লিগা শিরোপা এবং একটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন এ স্প্যানিশ কিংবদন্তি।

জাভির বিদায় ঘোষণার পর সবার চোখ পরবর্তী কোচ কে হতে যাচ্ছেন, সেদিকে। নতুন কোচ নিয়োগের দায়িত্ব ক্রীড়া পরিজালক ডেকোকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লাপোর্তা, ‘ডেকো বিষয়টি নিয়ে কাজ করছে। আমি এই দায়িত্ব তাকে দিয়েছি। আর মৌসুমের বাকি সময়ের জন্য জাভির ওপর আমার আস্থা আছে।’