নির্বাচন ও বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ না করার ভাবনা আবারও নাকচ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, উদ্বেগ থাকার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার দায়িত্ব নেই।
এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু না বললেও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানায়। গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের প্রেস নোটের বরাত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তাবিষয়ক কয়েকটি খাতে কাজ করতে চায়।
এগুলোর মধ্যে সন্ত্রাস মোকাবেলা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সমুদ্রসীমার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে এসব খাতে বড় পরিসরে কাজ করা কিভাবে সম্ভব?
জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, বিশ্বজুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক আছে। আমরা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশে ধরপাকড়ের ব্যাপারে উদ্বেগ জানিয়েছি। কিন্তু এর অর্থ এই নয় যে অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য সহযোগিতার খাতগুলোতে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের কাজ করার দায়িত্ব নেই।